হে, মা দুর্গতি নাশিনী, দশ ভূজা,
লহ প্রনাম মম, লহ মম পূজা।
আগন্তুক
চমোকি চমোকি থমোকি থমোকি ,
নাচিছে হৃদয় ঝমোকি ঝমোকি ।
আসিতেছে মা শরৎ মাঝে ,
নব রূপে নব সাজে ।
শিশির ভেজা ঘাসের ডগায় ,
সূর্য্য কিরণের মুক্ত ধারায় ।।
ভরিছে গগন নীল সাদা আভায় ,
গুচ্ছ মেঘে বলাকার খেলায়।
শালুক পদ্মের ভূতল মেলায় ,
কাশ ফুলেদের হাওয়াতে দোলায় ।
খোকাখুকি বুড়োর চিত্ত হরষে ,
নূতন পোশাক পাবার আশে ।
প্রেমিক হৃদয় আঁক পেতেছে ,
ঘুরু ঘুরু হবার মিষ্ট আবেশে।
মা আসিবে কোন সে বেলায় ,
মিলিমিশি সবে আছি অপেক্ষায়।
ভাঙা বুকের ছিন্ন পাঁজরায় ,
শান্তির ছোঁয়া দিতে ভড়ায় ।
ব্যাকুল হৃদয় , মাকে দেখায় ,
আদর নিতে তাকে জড়ায়ে !!
–~০০০XX০০০~–