প্রিয়তমা
কিশোর বিশ্বাস
প্রিয়তমা,এবার ছুটি মাগি
বিরহ বাঁধনে রেখেছিলে মোরে বাঁধি।
প্রথম বেলায় কথা দিয়ে গেছ চলে
এলে নাকো তবু সূর্য পড়িছে ঢলে
স্মৃতির ডালি তো নেওনি কখনও তুলে
বিকশিত তারা অশ্রু মুক্তা ফুলে
আখিঁ মূদি তবু মিটি মিটি তারা হাসে
তোমার প্রেম সুধা অনন্ত অসীমে ভাসে
ভালবাসা মোর যত গেছ পায়ে দলি
মরণে মরিয়া ততই উঠেছে জ্বলি
ক্ষুদ্র এ মন বুঝিতে পারে না তাই
হাহাকার উঠে তুমি নাই তুমি নাই
হয়তঃ তোমার সুখের বাসর শয্যায়
আমার প্রেম ঢোকনি ব্যথায় লজ্জায়।
–~০০০XX০০০~–