অভিযাত্রা
–মণিকা বড়ুয়া
চলেছি পথে
সব স্থাবর অস্থাবর রেখা সংগোপন নদী কথা
বুকে বয়ে
অপমান জাল ছিঁড়ে
শরীর ছোঁয়া পোড়া কাঠ সরিয়েও চলেছি
তাথৈ নাচে—–
দাগ বেদাগ অদাগ সব সরিয়ে
সরিয়ে
ভালবাসার কথা বলে যাই—-
যেদিন মাটির মমতা ঢেকে
দেবে
আমায়
আকাশের ভাষা আমার শরীরের ভাষা হবে
সেইদিন
সেই পথ বেয়ে নেমে আসবে
মেঘ
বৃষ্টি—- আমারই সহোদর হয়ে—-
সবটুকু সৃষ্টিরেণু
ফুটবে মাথায়—-
জ্বলবে মনে—–বুঝে নেবে সবাই আমারই অভিযাত্রা—–
–~০০০XX০০০~–