যে দিন রবো না
কিশোর বিশ্বাস
যে দিন রবো না, রবো —
আকাশের কোনো এক কোণে
চাঁদ হবো, তারা হবো,
যা আসে পাগলপারা মনে।
রয়ে যাব বিপ্লবে, সময়ের রক্ত তুফানে।
ঝড় হবো, মেঘ হবো
ঘরে ঘরে খুঁজে যাবো
তুমি শুধু জেগে থেকো দুখের প্লাবনে।
যে দিন রবো না, রবো
আকাশের কোনো এক কোণে।
জোনাকির আলো হবো
জানলায় উঁকি দেব
দেখে যাব গোপনে গোপনে,
হয়তো বৃষ্টি হবো
রাঙা পা ধুইয়ে দেবো
তখনও কি পড়বে না মনে?
যে দিন রবো না, রবো
আকাশের কোনো এক কোণে।
ফুল হয়ে ঝরি যদি সাঁঝের বেলায়
পাব কি পরশ রাঙা পথের ধুলায়
সব কি ছলনা তবে রিক্ত মনে?
যে দিন রব না, রবো
আকাশের সুদূর কোণে।
–~০০০XX০০০~–