জলের আলপনায়…
মধুমিতা রায়চৌধুরী মিত্র
জাল থেকে মাছেরা
খসে খসে পড়ছে ডাঙ্গায়।
খানিক পর এরা চালান হবে,
বন্দি হবে ঝুড়িতে ঝুড়িতে।
কিছুর প্রাণ ভয়েতেই যাবে,
কিছু জলের তল্লাশিতে শান্ত হয়ে যাবে।
বেঁচে যারা থাকবে কিছু ধিক ধিক শ্বাসে–
তাদেরই নীলাম হবে খুব চড়া দামে।
মরা মাছেরও দর কষা হবে,
বা হয়তো ছেড়ে দেওয়া হবে জলেরই দরে।
বেঁচে থাকতে যে জল পায় না
মরলে পর বিক্রি হয় সেই অতি আশা করা
জলেরই মতন।
–~০০০XX০০০~–