উষ্ণীষ
পার্থসারথী চট্টোপাধ্যায়
অভয়ারণ্যে আহত পাখির তীব্র আর্তনাদ
দিল না আমার হৃদয়ে ফেরত পাহাড়ি ঝোরার স্বাদI
শিরীষের বনে দুরন্ত হাতি, পায়ে পেরেকের ক্ষত
আকাশে আলোর রামধনু-রঙ ঢেকে ফেলে অবিরত।
তীব্র বুলেট বেঁধা সে হরিণ — রক্তক্ষরণ বুকে
আমার সাধের টগরবাগানে মরে যায় ধুঁকে ধুঁকে৷
অথচ আমার ঘরের কাছে যে বাউলের একতারা
ছিঁড়ে যায় — তাকে ভুলেও বাঁধিনা, নিমগ্ন সন্ধ্যারা
আমার ভিতরে তোলে নীল ঢেউ, স্পর্শের আলপনা!
আমার স্বদেশে গ্রহণগ্রস্থ রাক্ষুসে আরাধনা ৷
জাগে কর্কশ বাঁশির শব্দ, ফুলের কোরকে বিষ
আত্মার ধুলো অ্যালবামে, নেই মোঘলের উষ্ণীষ I
–~০০০XX০০০~–