উচ্চশিক্ষা পেলে?থাকবে আমার ছেলে?
প্রেমাঙ্কুর মালাকার
-সে কিহে বন্ধু? এই বয়সেই,
কেন বিয়ে দেবে ছেলে?
-বয়স বাড়ুক! আরো কিছুদিন,
কাটাক না হেসেখেলে!
-কার বয়সের, কথা বলছো হে!
আমার নাকি সে ছেলে?
-না না তোমার না!স্কুলেদাও যাতে,
জ্ঞান ও গম্যি মেলে!
-বলো কি বন্ধু? জ্ঞান ও গম্যি,
হয়ে গেলে টনটনে!
-বিয়ের আগেই, ভাগ চাইবেনা?
তখন কন্যা-পণে?
-অজাত-কুজাত, মানবে তখন?
উচ্চশিক্ষা পেলে?
-প্রেমকরে বিয়ে, করবে তখন!
থাকবে আমার ছেলে?
-জ্ঞান ও গম্যি, হবার আগেই,
ছেলে বিয়ে দিতে হয়-
-নয়তো বন্ধু! আছে ষোলো আনা,
ছেলে হারানোর ভয়!
–~০০০XX০০০~–