// আকাশ পাগল //
✍ : অনিমেষ চ্যাটার্জি
একলা আকাশ একলা থাকে,
রোদে জলে মিশে,
একলা পাগল তাই তো তাকে,
ফেললো ভালবেসে।
পুড়ছে রোদে ভিজছে জলে,
তবুও বিরাম নাই,
একলা পাগল ডাকছে তাকে,
বন্ধু হবে ভাই ?
আকাশ তাকে উত্তর দেয়,
হাত বাড়ালে ভাই,
আমিও যে হতে বন্ধু,
ছুট্টে এলাম তাই।
তুমিও একা আমিও একা,
বন্ধু হতে পাড়ি,
দুজন মিলে দেখতে যাবো,
মেঘপরীদের বাড়ি ।
বললো পাগল মেঘের বাড়ি,
যাবো কেমন করে ?
হেসে বললো আকাশ,
যাবো রামধনু পথ ধরে।
এই না বলে একলা আকাশ,
নামলো এসে নীচে,
একলা পাগল তার মাঝেতেই,
হারিয়ে গেল মিশে।।
–~০০০XX০০০~–