স্বাধীনতা
✍️ সুমান কুণ্ডু
—————
৭৫ বছরের স্বাধীন ভারত
মোদের স্বপ্নের দেশ মহান
ব্রিটিশ গেছে এদেশ ছেড়ে
জন্ম নিয়েছেন কত বিদ্বান।
স্বাধীনতা তো পেয়েছি আমরা
প্রকৃত স্বাধীন কি দেশ মোদের?
বিগত কালে কি পেয়েছে দেশবাসী
পেয়েছি কি ছাড়া ঐ লালমুখোদের?
ফেরেনি কি শাসক ব্রিটিশ
পাল্টে মুখোশ দিনের শেষে?
ক্রমাগত হয়ে চলেছে অত্যাচার
রয়েছে ওগুলো সজ্জনের ছদ্মবেশে।
কত অনাহার, নারী লানছনা
ঘটে চলেছে দিবারাত্রি দেশে,
রাখে কি রাষ্ট্র তার হিসাব?
নাকি ঝেড়ে ফেলে দায় অক্লেশে!
কে ধরবে এসে হাল
এই নিমজ্জমান ভারততরীর,
করবে উদ্ধার এই দুর্দিনে
কোথায় পাব প্রকৃত কান্ডারীর?
–~০০০XX০০০~–