সমাজ কথা
নন্দিতা চক্রবর্ত্তী
অমন ভাবে বোলো না
এমন ভাবে চলো
আস্তে করে মিস্টি করে
দু এক কথা বলো।
নিজের কথা বোলো না
পরের কথা শোনো।
ঘরের কাজে লক্ষ্ণী মেয়ে
নেই তুলনা কোন।
ছোট জামা ছোট পোষাক
তোমার জন্য নয়।
ছেলেরা যদি হামলে পড়ে
দোষটা তাদের নয়।
লেখাপড়া করতে হবে
ভাল জামাই পাবে
চাকরী তোমায় করতে হবে
কে বলেছে কবে?
রান্না করবে ঘর গোছাবে
ছেলে মানুষ হবে।
বর যখন ফিরবে ঘরে
সেও যত্ন পাবে।
মেয়েদেরকে ঘরেই মানায়
বাইরে পুরুষ জাতি।
হাতা খুন্তি ছেড়ে তুমি
কলম ধরবে নাকি!!!
তোমার সবটা তুমিই যেন
নারী সুলভ হয়।
ঘরটা তোমার বাইরেটা নয়
মনে রাখলেই হয়।
–~০০০XX০০০~–