‘মা’
মাতৃ স্নেহে আগন্তুক
মধুর আমার মায়ের হাসি ,
আঁধারে জোৎস্নায় ভরে ।
শাষন ভাড়ে , মা যে আমার
সূর্য্য তেজ রাগ ধরে ।
আমার দুঃখে অশ্রু ঝড়ে ,
মায়ের বক্ষ হৃদয় জুড়ে ।
আমার সুখেই হাসতো সে যে ,
দুলিয়ে পা গানের সুরে ।
মায়ায় ভড়া দুটি আঁখি ,
পারি নাই কভু দিতে ফাঁকি ।
সুখ দুঃখ সবেরি খবর ,
বুঝে নিত মায়ের অন্তর ।
খাবার যেইটুকু থাকতো ,
মা যে,আমাদেরই দিয়ে দিতো ।
দু চারটে চাল মুখে দিয়ে ,
জল খেয়ে সে নিতো ।
ঘুম পাড়ানো গান শুনিয়ে ,
ঘুম পাড়াতো মোরে ।
অসুস্থতায় রাত জেগে মা ,
রাখতো নিজ ক্রোরে ।
যেথায় যেতাম হাত ধরে মায়ের ,
কিংবা কোলে চোড়ে ।
মাকে যে সর্বদা,ভীষণ করে ,
আমার মনে পড়ে ।
মা যে আমার পরম সাথী ,
হাড়িয়ে গেছে সে যে ।
হয়তো দিনের আলোর বেশে ,
কিংবা তারার দেশে ।
জানি একদিন আমিও যাবো ,
হারিয়ে যাওয়া দেশে ।
মায়ের কাছেই যাবো আমি ,
থাকবো মায়ের আঁচল ঘেঁষে ।
বলবো মাকে ,
একবার তুমি পালিয়ে গেছো ,
আর দেবোনা যেতে ।
জোর করে মা রাখবো ধরে ।
তোমার আদর পেতে ।
তুমি যে মা বড়োই আপন ,
নেই যে কেউ মা তোমার মতন ।
বাসবো ভালো তোমায় মাগো ,
রাখবো তোমার ভীষণ যতন ।
–~০০০XX০০০~–