ভারত মানে মা
********
✍ : অনিমেষ চ্যাটার্জি
ভারত মানে সুনীল আকাশ
শ্যামল বন বীথি,
ভারত মনে সতেজ শ্বাসে
পাখির কলগীতি।
ভারত মানে বীর নেতাজি,
শহীদ ভগৎ সিং,
জালিয়ানওয়ালাবাগ পলাশির
রক্তে লেখা দিন।
বিপ্লবীদের কঠিন লড়াই
স্বাধীনতা সংগ্রাম,
বিবিধের মাঝে মহান মিলন
ভারতবর্ষ নাম।
পূবের নদী ধানের ক্ষেতে
হাওয়ার খেলাধূলা,
হাতছানি দেয় আরব সাগর
পশ্চিমে দ্বার খোলা।
কন্যাকুমারীকা দক্ষিনে আর
উত্তরে হিমালয়,
ভারত মানে প্রাণের আবেগ
অলিম্পিকের জয়।
ভারত মানে অতিথি আদর,
ভারত ভালবাসা,
স্নেহের আঁচল বিছিয়ে রাখা
ভারত মানে মা।
–~০০০XX০০০~–
খুব ভালো লাগলো কবিতাটা। এগিয়ে যাও। আমার আন্তরিক শুভেচ্ছা রইলো।