ভাবনা গ্রাস করে
রণজিৎ মন্ডল
ভাবনা যেন আমায় গ্রাস করে,
কোথায় থাকে মনের গহনে অন্ধকারে,
হারিয়ে যাই ভাবতে ভাবতে অচিন পারে।
মিল খুজে পাই না কোনটার সাথে
কোনটারে,
প্রেম, বিরহ, দূঃখ, বেদনা, আনন্দ
কি নেই সেখানে !
সব আসে পর পর একে ওকে অনুসরণ
করে।
কখনো হাসি, কখনো কাঁদি, কখনো
আনন্দের আতিশয্যে প্রাণ ভরে,
কখনো বিরহের বেদনা হৃদয়কে যন্ত্রণায়
খায় কুরে কুরে!
কখনো কাছের মানুষ অভিমানে যায়
দূরে সরে,
কখনো অপমানে লাঞ্ছনায় হৃদয় সাগর
মনের কূলে আছড়ে পড়ে!
অ্যালার্ম বেজে উঠে ঘুম ভেঙে যায়
ধড়ফড় করে!
কি ভাবছিলাম, কি দেখছিলাম মনের
অন্দরে ঘুম ঘোরে!
বাস্তব না সুপ্ত চিন্তার প্রতিফলন স্বপন
ঘোরে!
হারিয়ে গেলাম আবার, কি করব? কি হবে সারাদিন পরে?
কাজের পরিধি কমে না, চিন্তার পরিধি
কমে না, শুধুই বাড়ে।
কেউ কি খুশি? কারো মুখে কি দেখি
হাসি? কেউ কি চেয়ে দেখে আমারে
প্রাণ ভরে?
জানি না, জানি, দিতে না পারলে পাবো না, দয়া, দাক্ষিণ্য, করুণা যেটুকু আছে
সবার অন্তরে,
তাই যত ভাবি, ততই গ্রাস করে ভাবনা
আমারে!
–~০০০XX০০০~–