দেখনা এখন, পুরুষ কাস্টমার?
আগের মতন, আমার ঘেঁষেনা ধার!
প্রেমাঙ্কুর মালাকার
দোকানের দুই, সেলসের মেয়ে,
একান্তে বলে কথা-
একজন বলে, তোর মুখে কেন?
এমন বিষন্নতা?
ক’দিন থেকেই, তোর মুখ কালো,
কেনরে খারাপ মন?
হবেনা! কমছে, আমার চেহারা,
সকল আকর্ষণ!
কিকরে বুঝলি? দেখনা এখন,
পুরুষ কাস্টমার-
আজকাল আর আগের মতন,
আমার ঘেঁষেনা ধার!
আগে যা ফেরৎ, দিতাম তা নিয়ে,
চলে যেতো মুখ বুজে-
মেমোতে এখন, হিসাব নিচ্ছে,
কড়া-গণ্ডায় বুঝে!
–~০০০XX০০০~–