☆★☆”ঝরাফুলে ফুলশয্যা”☆★☆
■□■□■□■□■□■□■□■□■
শিব প্রসাদ হালদার
অবৈধতার অবাধ অনুপ্রবেশে,
বৈধতা ভেসে যায়-নীরবে নির্জনে;
বুকফাটা চোখের জলে !
যেন বৈধব্যের বেশে কেটে যায় রাত।
কাঙ্খিত সোহাগে জাগে না শিহরণ,
সজ্জিত পালঙ্কে ঝরে পড়ে ফুল;
পথভ্রষ্ট পতির প্রতারণায়-
প্রজাপতি পালায় চুপিচুপি।
স্বামীশুন্য ফাঁকা ফুলশয্যায়-
নববধূর নমনীয় নিটোল নগ্ন বুকখানা,
বিনাস্পর্শে ভেঙ্গে ভেঙ্গে হয় চৌচির !
কান পেতে যায় শোনা,
নিঃশব্দে এমনি কত অনাচারের হাহাকার !!
কে দায়ী-কেন দায়ী?
কে করবে তার বিচার ??
○●○●○●○●○●○●