খুলে দাও দরজা
মণিকা বড়ুয়া
আমি ছিলাম হরপ্পার জলে।
মহেঞ্জোদারোর নাগরিক রোলে।
কৃষ্ণ- কন্ফুসিয়াস্-বুদ্ধ-চৈতন্য চেতনায়।
মুসা- ঈশা- বিবেক- রবির বুকের বীণায়।
আমি ছিলাম চন্দ্রগুপ্তের
সভায়।
আকবর- তানসেনের
তানপুরায়।
শতাব্দীর ধুলো মেখে হয়েছি
কিন্নর।
নাগরিক ভাঁজে বুনেছি বহু
ফসল।
এঁকেছি সভ্যতার কাজল।
আজ, এ কোন্ কারাবাস?
নেই আত্মীয়।
নেই আত্মজ।
নেই ঘর
স্বাধীন জল
অবাধ বায়ু।
নেই সাঁতার কাটা পরমায়ু।
এ কোন্ দেশহীন সমাচার?
খুলে দাও দরজা।
আমি ঢুকে যাই নাগরিক
ছাতে।
মাবাবার মায়াঘেরা দুধেভাতে।
–~০০০XX০০০~–