কত অসহায়
কিশোর বিশ্বাস
গ্রামে খুব দুষ্টামি করত বলে মাতৃহীন চন্দনকে তার বাবা কলকাতা পিসির বাড়িতে পাঠিয়ে দিল। চন্দন ও শহরে আসবে ট্রামে চড়বে, গাড়িতে চড়বে ভেবে দু,দিন খাওয়া ঘুম ত্যাগ করল কিন্তু এখানে এসে পদেখল শহর নির্মম, নিষ্ঠুর,প্রাণহীন । সে গ্রামের মাছ ধরা, হা ডু ডু খেলা স্মরণে এনে চোখের জলে ভাসতে লাগল।এ অবস্থায় পাশের বাড়ির চামেলি এগিয়ে এলো, তাদের মধ্যে বন্ধুত্ব হলো, ভালবাসা হলো এমনকি উভয়ে বিয়ে করবে অঙ্গীকারবদ্ধ হয়ে শারীরিক সম্পর্ক ও তৈরী করল।এই ভাবে দু বছর চলার পর চামেলি আর একটা ছেলেকে ভালবেসে বিয়ে করল। গ্রামের সহজ সরল ছেলে চন্দন স্মৃতির দহনে জ্বলতে জ্বলতে নিজেই নিজেকে বলতে লাগল এ ক্ষেত্রে মেয়েরা তো আইনের সহায়তা পায় কিন্তু ছেলেরা কতো অসহায় তারা সে সুযোগটুকু ও পায় না।
–~০০০XX০০০~–