শাশ্বতিক
স্মৃতি চট্টোপাধ্যায় সমাদ্দার
আমি দরজা খুলে দিয়েছি
কোনো অন্তরাল কোনো শোক
বিরহী মিলন চাওয়া মন
সবাই বসত করো বৃষ্টিস্নাত
গোধূলির বুকে।
আমি দরজা খুলে দিয়েছি
কোমল গান্ধার বা কড়ি মধ্যম
বস এসে অন্দরমহলে কেউ তবু বলে দেবে না বিরহীকাজরী
কেমনে স্নাত হয় পা ণি সা তে।
আমি দরজা খুলে দিয়েছি
বাউল মেঘ ঝরা শ্রাবণ প্রাতে
বন্ধু রহো রহো সাথে আজি
শব্দহীন শোকেদের একান্তের সাথে..
–~০০০XX০০০~–