নাটক→যমালয়ে করোনা
দেবরজিৎ সাহা
চিত্রগুপ্ত-যমরাজ !!! যমরাজ!!!(চিত্রগুপ্ত ছুটতে ছুটতে)
যমরাজ-কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন?
চিত্রগুপ্ত-জানেন যমরাজ কি হয়েছে!
যমরাজ-কি হয়েছে!!
চিত্রগুপ্ত-সারা বিশ্বজুড়ে আবারও সেই মহামারী ছড়াচ্ছে!!
এনার নাম নাকি আবার করোনার তিন চাবিকাঠি.
যমরাজ-কি বল কি হে? এই এতকিছু করে সকল দেব গণ কে ডেকে, করোনার দ্বিতীয় চাবিকাঠি যেই একটু দমালাম।
সেই কিনা আবার তৃতীয় টার উৎপাত।
চিত্রগুপ্ত-হবেনাই বা কেন যমরাজ, বিশ্বের মানুষ ভাবছে নিজেরা টিকা নিয়ে, বড় পন্ডিত হয়ে গেছে, তাদের আর কোন মহামারীর ভয় নেই, কিন্তু তাদের যে শিশুরা আছে তাদের প্রতি এই তৃতীয় চাবিকাঠি প্রকোপটা বেশি পড়বে, কিন্তু মূর্খ মানব জাতি, কিছুই বোঝেনা রাস্তাঘাটে মাক্স ছাড়া ঘুরে বেড়াচ্ছে, কোন প্রকার সাবধানতাই এরা অবলম্বন করছে না।। এরা বুঝতে পারছেনা পরবর্তী দিন দিনগুলো কেমন আসছে।। কোন শিশুর হলে কেউ কি ভালো থাকতে পারবে। বলুন যমরাজ।
যমরাজ-(চিন্তিত অবস্থায়) সত্যিই তো এইভাবে চললে, করোনার তৃতীয় চাবিকাঠি বাচ্চাদের আক্রান্ত করতে বেশিদিন বাকি নেই……………..
(সবাই সাবধানে থাকুন, মাক্স পড়ুন, দূরত্ব বজায় রাখুন, তবেই আমরা করোনার তৃতীয় প্রকোপ থেকে বাঁচতে পারবো)
–~০০০XX০০০~–