বেসামাল
রণজিৎ মন্ডল
চারিদিকে জল শুধু জল আর জল,
গ্রাম, শহর, বন্দর, জনপদ, সবুজ ফসল,
কোথাও হাটু ছাড়িয়ে বুকের উপর,
কোথাও বা ছাড়িয়ছে বুক, ভাসি
গলাজল!
মরেছে মানুষ কত মরেছে পশু,
চারিদিকে জলে ডুবে সবুজ ফসল,
পিপাসায় বুক ফাটে নেই তৃষ্ণার জল!
পেট খালি, বুক খালি, হাত খালি হয়ে,
ভিটেছাড়া মানুষেরা কাঁদে রয়ে রয়ে।
ভোট দিয়ে নোট হারা, করনায় আপন
হারা, ঝড় আমফানে হয়ে সর্বহারা,
যশের উচ্ছাসে ঘর বাড়ি ভেসে, শেষে
সব ডুবিয়ে দিল বন্যার জল!
ভরসা এখন শুধু মাথায় ত্রিপল,
গুড়, মুড়ি, চিড়া,খই, আর চোখের জল!
জড়িয়ে মায়ের বুকে, দেখে শিশু চারি
দিকে, জল ছাড়া নেই কিছু, কি খাবো
বল্?
দুধ নেই, ভাত নেই, শুকনো চিড়ে মুড়ি,
কোথায় মায়ের সেই মাটির ভাতের হাড়ি,
গেছে সব তলিয়ে ঘর বাড়ি গলিয়ে
আছে বন্যার জল।
মুড়ি খায় ছুড়িটা, দেখে চেয়ে বুড়িটা,
চিবোতে পারে না তাই খায় ঘোলা জল!
সোনা নেই বাংলায়, আছে ঘোলা জল,
না খেয়ে কাটে দিন, নেই বনতল,
প্রকৃতির এই হাল, হয়ে আজ বেসামাল
পুড়িয়ে ডুবিয়ে, কখনো বা ভাসিয়ে,
সাগরের জল,
এতো মরেও কমে না মানুষের দল,
জারি আছে আজও তাই করনার ঢল!
–~০০০XX০০০~–