☆★☆” ফিরে দেখা “☆★☆
◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇
শিব প্রসাদ হালদার
নিজ গর্ভে ধরা ফুটফুটে শিশু ফেলে
যে নারী চলে যায় পরপুরুষের হাত ধরে,
মোহ শেষে সতীত্বের দাবী নিয়ে
কি করে ফিরবে সে-
পরিত্যক্ত সেই “সৎস্বামী “সংসক্ত সংসারে ?
অনাগত ভবিষ্যতে কি দেবে জবাব ?
কি দিয়ে দেবে সান্ত্বনা-
সন্তানের অশান্ত অনুকম্পের অনুভূতিতে ??
পরিণতি বুঝতে না বুঝতেই, লজ্জায় মুখ ঢাকে
সামাজিক স্বচ্ছ অনুশাসনের অনুতাপে।
আসক্তির অভিশাপে ভেঙ্গে পড়ে কান্নায় !
বারে বারে কানে আসে
অস্পষ্ট মা ! মা !! চিৎকার।
মাতৃত্বের টানে পিছু হেটে-
পরম তৃপ্তিতে টেনে নেয় বুকে।
তবুও-কেন যেন বারে বারে,
ললনার লজ্জায় হাত কাঁপে !!
–~০০০XX০০০~–