তুমি শুধু শান্তি চেয়েছিলে
মৌসুমী মৌ
চাইলেই কি পাওয়া যায়!
এই যেমন তুমি শান্তি চেয়েছিলে অথবা জল!
মেঘ যেমন অহেতুক রোদ্দুর দাবী করে যখন-তখন…
ভিজে উঠোনের গানে ভেসে যাওয়া
কেতকীর ঘ্রাণ সেও,
তবু রোদ শ্রাবণে হারায় l
চাইলেই কি পাওয়া যায় ভালোবাসা অথবা ছায়া !
গাছেদের সব কথা ভোর কবে বুঝেছিলো !
শিশিরের শব্দের খোঁজ কবেইবা করেছিল প্রতিটি প্রহর …
ঠোঁটের বিষণ্ণ সুর বেজেছিল ধীর লয়ে,
চোখের তারায় ধরা অতল আবেগ
গুম করেছিল নীরব তারার তিমির l
তবু প্রেম এসেছিলো অশান্ত পারিজাত বনে …
তুমি শুধু শান্তি চেয়েছিলে
হয়তো আমি…
–~০০০XX০০০~–
অনবদ্য !!