।। কবির প্রতি নবি ।।
অনিমেষ চ্যাটার্জি
তারিখটা ২২, সময়টা শ্রাবন মাস,
কেন বার বার কড়া নেড়ে যায় ??
যেন ফিরে ফিরে বলে যেতে চায়,
বিদায়, হে বন্ধু বিদায়।
তুমি অনেক কথা বলেছিলে,
বলেছিলে, তবু মনে রেখো,
রেখেছি মনের কোনে যত্নে কবি,
ক্ষনিকের তরেও ভুল হয় নি গো।
সময়ের পথ বেয়ে এসেছি আমরা,
তবু পারিনি তো ভুলতে তোমায়,
সকল মানসে তোমার উজ্জ্বল উপস্থিতি,
প্রতিটি মুহূর্তে জানান দিয়ে যায়।
জীবন মরণের সীমানা ছাড়িয়ে,
আজ আনন্দলোকে তুমি,
হে বিশ্বকবি, আজ এই দিনে,
তোমার চরণে প্রণত জন্মভূমি।
মানুষের মাঝে অথবা একান্তে বসে,
হাসি কান্না আনন্দ দুঃখ যন্ত্রনায়,
তোমার অমোঘ সৃষ্টিরা প্রতিনিয়ত,
আজ আমাদের সঙ্গ দিয়ে যায়।
যেন মনে হয় তোমায় চোখে হারানোর,
নীরব বেদনার মাঝেও তোমায় পাওয়া,
বিশ্বমানবের দৈনন্দিন কাজের মাঝে,
ওতপ্রোতভাবে বিশ্বকবির মিশে যাওয়া।
আছে দুঃখ, আছে মৃত্যু, আছে বিরহ,
আছে তোমার বন্ধুত্বের হাত,
আজ এই সব নিয়েই মনের গভীরে,
সাথী তুমি, হে বিশ্বকবি রবীন্দ্রনাথ।।
–~০০০XX০০০~–
অনিমেষদা তোমার লেখা আমাকে স্কুলের সাহিত্যসভার দিনগুলো মনে করিয়ে দিল।