আষাঢ়ী পূর্ণিমা লগ্নে
মণিকা বড়ুয়া
আমাদের জল মাটির গন্ধে ভেসে ওঠে আবরণ সময়, সম্পদ ও আষাঢ়ী পূর্ণিমার পূর্ণ ফসল।
কতই না শান্তি বাণী লুকানো ঐ পূর্ণিমা গর্ভে—।
চারি আর্যপথ, অষ্ট মার্গ, পঞ্চশীল, দশশীল, বিদর্শনে ভরানো এ পূর্ণিমার জ্যোতিরেখা—।
বিনয় অভিধর্ম সূত্র দর্শনে
ত্রিপিটক ছোঁয়ায়
প্রজ্ঞারাশি বর্ষিত হোক সকলের হৃদয় অনুভবে—।
সেই জ্যোতিতে জাগুক প্রহর—-
হৃদয় হোক শীলবান, প্রজ্ঞাবান, ভাবনাময় ও দানময়—-।
বহুঘরে বুদ্ধমূর্ত্তি রাখা ও তাকে ধ্যানে পাওয়া—-
আছে বহু ব্যবধান—-
ঘুচুক সে বাধা
অনুভবে আসুক বুদ্ধের প্রকৃত নীতি—
আসুক অহিংসার পথ
মৈত্রীর সাধনা
মিত্র অনুধ্যান—
সম্প্রীতি প্রশান্তি—।
বুদ্ধ মূর্ত্তিতে যে শান্তি বীজ
সকল ঘরে বর্ষিত হোক।
বহু যুগের পাপ, দুঃখ, যন্ত্রনা—-“মার” বিনাশ হয়ে
ভরে উঠুক জীবন,
দেশ ও সমাজচিত্র।
–~০০০XX০০০~–