আবার যদি আসি
কিশোর বিশ্বাস
আবার যদি আসি আমি সেথায় যেন আসি
ঝিং এ ফুলে কানের দুল শাপলা দিয়ে বাঁশি
শোলের পোনা সোনার দানা ঝিকি মিকি চলে
কত নিশি একলা শশী জ্যোছনা মাখে জলে
কৈ মাগুরে ফুট দিয়ে যায় হিঞ্চে শাখের ফাঁকে
সেই লোভেতে বক বাবাজী একটি পায়ে থাকে
লঙ্কা তুলে কোরস ভরে আনমনা হয় মেয়ে
কে যেন কে উদাস সুরে কি গান গেল গেয়ে
আকাশ যেথা গভীর নীলে চাঁদ তারাদের হাট
বাতাস খেলে নদীর জলে ছলাৎ ছলাৎ ঘাট
উতল হাওয়া বাঁশের ঝাড়ে ভৈরবী গায় নিত্য
ঘুমায় সেথা ঝিঁঝির ডাকে শান্ত শীতল চিত্ত
ব্যাঙ ব্যাঙাণী বর্ষা হলে জলসা বসায় যেথা
আবার যদি আসি আমি আসি যেন সেথা ।
–~০০০XX০০০~–