আঁকা বাঁকা পথ
মৃনাল কান্তি বাগচী
জীবন যখণ হারিয়ে যায়
অজানা পথের বাঁকে,
কতটা সুখ, কতটা দুঃখ আছে
আপন জন কেহ নাহি দেখে।
জীবন চলে জীবনের পথে
তারতো থেমে থাকার নাহি উপায়,
ভালোবাসার মানুষ হারিয়ে গেলেও
ভালোবাসা আজীবন আপন রয়।
বৃষ্টি চলে গেলেও
বৃষ্টির ধারায় ধরনী হয় স্নিগ্ধ,
ভালোবাসার মানুষের মাঝে ভালোবাসা খুঁজে
মানুষ নিজেকে করে মুগ্ধ।
গোপন প্রেমের গোপন কথা
প্রকাশ করিতে কেহ নাহি চায়,
তবুও সে প্রেমের কথা
গোপন নাহি রয়।
পুষ্প আপনার তরে ফোটেনা
সেতো দেবতার চরণ পেতে চায়,
সব ফুলেরতো তথায়
ঠাঁই নাহি হয় ভাগ্যের বিফলতায়।
তবুও ফুলের ফোটাতো
থামেনা ধরনী মাঝে,
যদি কখনো ভাগ্য সহায় হয়
তাইতো অপেক্ষা করে সকাল সাঁঝে।
মানুষ যাকে ভালোবাসতে চায়
সেতো ভালোবাসেনা তাকে
জীবনের কষ্ট জীবনকে সইতে হয়,
জীবনের গতি থেমে থাকেনা
সেতো চলে এঁকে বেঁকে।।।
———— ++++++ ———–