সবই শূন্য
মৃনাল কান্তি বাগচী
আজি প্রভাতে কালো মেঘে ঢাকিছে আকাশ,
বহিতেছে শান্ত শীতল মনোরম বাতাস।
ঘরে বসে ভাবিতেছি শুধু তোমারই কথা,
তোমার আমার হরেক স্মৃতি স্মরিয়ে পাই বড় ব্যথা।
সবই মনে হয় স্বপ্ন, নেই কোন বাস্তব,
তাই নিয়ে বেঁচে আছি, স্বপ্ন বড়ই নীরব।
অন্তঃসলিলা ফল্গুর মত বয়ে চলে তার নীরব প্রবাহ,
কল্পনার জগত থেকে বাস্তবে আসি যখণ, ফিরে দেখি পাশে নেই কেহ।
বাস্তব,কল্পনা,সত্য,মিথ্যা, সবই যেন গোলক ধাঁধা,
আমার কেবলই মনে হয়,এ জগত সবই শূন্য,সবই বিধাতার ছকে বাঁধা।।।
–~০০০XX০০০~–