নতুন প্রদীপ
কিশোর বিশ্বাস
এখন ও অভিভাবকেরা ছেলে মেয়েদের প্রেমটা ঠিক মেনে নিতে পারেনি। নিশিতা ও দেবের প্রেমটাও নিশিতার অভিভাবকেরা মেনে নিতে পারলেন না।
তাই ঠিক করলেন নিশিতাকে ভারতে তার মামার বাড়িতে পাঠিয়ে দেবেন। যাওয়ার আগের রাত্রে নিশিতা ও দেব দুজনেই খুব কান্নাকাটি করল, শেষে নিশিতা একটা রুদ্রাক্ষের মালা দেবের গলায় পরিয়ে দিয়ে বলল,আমার শিব,তোমার দুর্গা তোমাকে এই মালা দিয়ে বরণ করল। কোনদিন যদি এ মালা খুলে ফেল বা ছিঁড়ে যায় বুঝবে তোমার নিশিতা তোমার বিরহে মারা গেছে। তারপর দু,বছর কেটে গেছে। সত্যি একদিন মালাটা ছিঁড়ে গেল। সংগে সংগে দেব, আমার নিশিতা মারা গেছে বলে কেমন হয়ে গেল। তাকে মানসিক রোগের ডাক্তার দেখানো হলো। তিনি বললেন প্রচন্ড শক থেকে এটা হয়েছে, খুব ভালো হয় যদি মেয়েটাকে এনে দেখানো যায় সে বেঁচে আছে। দেবের ভাই ভারতে তার এক বন্ধুকে চিঠি লিখলো।তার উত্তরে বন্ধু লিখলো,নিশিতা পুরনো প্রদীপ নিভিয়ে দিয়ে নতুন প্রদীপ জ্বালিয়েছে।
–~০০০XX০০০~–