শ্রাবণ সন্ধ্যায়
রণজিৎ মন্ডল
ঐ শোন ঘন ঘন বিদ্যুৎ চমকায়,
গগনে গরজে মেঘ কেন
এতো ধমকায়!
শ্রাবণের কালো মেঘে
আকাশটা গজরায়,
যত না বরষায় তার চেয়ে
ধমকায়!
দুই কূল ভাসিছে সবুজের
কিনারায়,
এতো তাপ এতো শাপ সব
শেষ এ ধরায়!
বরষার ঝর ঝর মরমর
যে টিকায়,
ভ্যাজালে আসলে মিলে ভেসে
যায় বরষায়।
শ্রাবণে মন তাই মরেনি শঙ্কায়,
যত জোরে পারো ঝরো মরিয়া
বাঁচিতে চায়।
হাতটা বাড়িয়ে দেখি ঘর থেকে
জানালায়,
সারাদিন রিমঝিম তাধিন বাজিয়া
যায়।
একুশের তান্ডবে করনাও শেষ হবে
পাড়ায় পাড়ায়,
কোভিশীল্ড, কোভ্যাক্সিন ট্যাক্সেই
ভয় পায়,
এই আছে এই নেই কোথায়
হারিয়ে যায়।
শ্রাবণেই ভালো আছি ঘরেতেই
ডুবে গেছি মরণের খেয়ায়,
শেষমেষ তুমি বেশ দেখালে মেঘের দেশ
কেমনে ডুবায়!
কোনকালে কোন সালে মাস্কের আড়ালে ভাসবো বরষায়,
জ্যোতিষি সব জানে, অজ্ঞান মরণে ভ্যাজালের জমানায়!
–~০০০XX০০০~–