// শ্রাবণ //
অনিমেষ চ্যাটার্জি
বরিষণ ধারা মুখর আজিকে
ওই শোনো বাণী আসে ওই,
মেঘ কারুকাজ পাখা মেলি আজ
শ্রাবণ আসিল ওলো দেখ সই,
বজ্রমুকুট শিয়রেতে তার
ঘন ঘন দেয় রণ হুঙ্কার,
অতি অপরূপ সজ্জা তাহার
বিশ্ব সমুখে মেলিছে,
ওগো মেঘমল্লার বাজাইয়া আজি
শ্রাবণ লগন আসিছে।।
–~০০০XX০০০~–