মান ভঙ্গ
সোমনাথ প্রামানিক
বর্ষার মেঘ ছড়ায়ে অম্বর,
কি প্রকাশীলো দিবসে ।
লুকিয়া ভানু মনে মনে দেখো
ঠোঁটের ইশারায় কেমন মুচকি হাসে ।
কত দিন আর ঢাকিয়া রাখিবে
ভানু বলে মধুর স্বরে।
ভীষণ রাগিয়া অম্বর কহে
মারিব তোরে মেঘের চাপড়ে ।
খিলখিল হেসে ভানু লুটোপুটি,
বলে- ভয় পেয়েছি ওরে বাপরে !
বড্ড চটিয়া আদেশ করিয়া অম্বর
বর্ষিতে বলে মেঘ রাশিরে ।
বড়ই হাস্যকর তোমার এই তেজ,
ভানু কহে দেখি ,কতক্ষন থাকে সতেজ ।
অবিরাম বর্ষণে মেঘ হইলো নিঃস্বেস
অম্বর কহে এইবার দুঃখ আমার কপালে অশেষ ।
লজ্জিত নয়নে মলিন বদনে
অম্বর থাকে চুপটি করে ,
এ দৃশ্যে ভানু তাহারে দেখে
করুনার বসে মনটি ভরে ।
নিজ মান নিজ কাছে
ঈশ্বরের সৃষ্ট এই সুন্দর বিশ্বে,
কেহ ছোট নয় কেহ বড় নয়
অম্বরের মান ভঙ্গিল অবশেষে ।
–~০০০XX০০০~–