ভালোবাসার শক্তি
মৃনাল কান্তি বাগচী
আমায় ছেড়ে কোথায় তুুমি চলে গেলে,সখা?
দুঃসহ ভাবে কাটে মোর দিবস রজনী, আমি যে এখণ বড়ই একা।
তোমায় ভালোবেসে আঁকড়ে ধরে,চলছিলো মোর জীবন,
তুুমি চলে গেলে দূর আকাশে,তাই বেঁচে থেকেও হয়েছে মোর মরন।
ভালোবাসার মানুষ ছাড়া,বেঁচে থাকা বড়ই অসহনীয়,
তুুমিতো ছিলে মোর সবচেয়ে আপন,সবচেয়ে প্রিয়।
প্রিয় মানুষ ছাড়া,হৃদয় হয়ে যায় একেবারে শূন্য,
তুুমি ছাড়া সংসারে নেই মোর কোন মূল্য,আমি যে একেবারে নগন্য।
তুচ্ছ ও নগন্য মানুষের নেই কোন দাম,বাস্তব সংসারে,
তোমায় হারিয়ে,মোর জীবন কাটে, সংসারে অনাদরে।
তোমার অসময়ে চলে যাওয়ার, দায় হয়তো আমার,
তাইতো ভাগ্যে জোটে মোর ঘৃনা, অবহেলা, অনাদর।
তোমার চলে যাওয়ায়, সবাই আমায় দোষে, এটাই কষ্টকর,
এই কষ্টকর জীবন নিয়ে বেঁচে থাকা বড়ই দুষ্কর।
জীবনের বাস্তবতা নিয়ে,তুমি বলেছিলে অনেক কথা,
আজ হাড়ে হাড়ে বুঝতে পারি, তোমার হৃদয়ে ছিলো কত ব্যথা।
তোমার সব কথা আজও ভুলিনি আমি,
লড়াই করে বেঁচে থাকার নামই জীবন, শিখিয়েছিলে তুমি।
তাই অনেক দুঃখ,বিরহ নিয়ে চলছে মোর জীবন সংগ্রাম,
তোমার ভালোবাসাই মোর বাঁচার শক্তি,তাই যে কোন মুল্যে রাখবো তোমার ভালোবাসার দাম।।।
–~০০০XX০০০~–