#বিচ্ছেদ সুখ#
**************
মনীষা সান্যাল (নভশ্রী)
সুদক্ষিণা জানলা কপাট খোলাই ছিলো
কবের থেকে,
দিগ্বীজয়ী কালবোশেখী গেছিলো কি
আমায় ডেকে ?
হঠাৎ করেই ক্ষ্যাপা ঝড়ের দমকা হাওয়ায়
গৃহপ্রবেশ।
ওলট পালট হাওয়ার স্নানে মন নিয়েছে
ছদ্মেরই বেশ।
যুগান্তভর যুদ্ধ ছিলো নিজের সাথে
প্রতি পলে।
হেরে যাওয়া হার মানা হার ভাসিয়ে দিলাম
ঝড়ের দোলে।
মরা নদীর স্রোত বয়ে যায় খরায় ফাটা
আঙন জুড়ে।
উদ্দামতা থামলে বাতাস জলছবিদের
কুড়িয়ে ফেরে।
বৃষ্টিস্নাত গন্ধরাজের কুড়ির যখন
প্রদোষ জাগে,
একটা দুটো সাঁঝের তারাও ফুটবে বলে
আকাশ মাগে।
ফুটবে কোথায়?
দামাল আকাশ তখন শ্রান্ত আমার
মনের ঘরে।
বাড়িয়ে দু হাত সুদূর প্রসার প্রতিক্ষণের
জীবন জুড়ে।
ছুঁয়ে যাওয়া মেঘগুলোকে
ইচ্ছে হলেই ধরতে পারি….
বুক পেতে মন আকাশ নিলেও
তবু সইছে চির বিচ্ছেদ তারই ।
–~০০০XX০০০~–
মন ছুঁয়ে গেল যে, অনবদ্য !!!!!