দুঃখ বলে
কিশোর বিশ্বাস
দুঃখ বলে, দুঃখ করে
কেউ চায় না মোরে
মানুষ কেবল ছলনাময়ী
সুখের আশায় ঘোরে।
সুখ তো কেবল হালকা তরল
ভাসিয়ে নিয়ে চলে
যা কিছু সব অমূল্য ধন
দুঃখ সাগরের জলে।
যত কিছু মহান সৃষ্টি
যত কল্যাণ কর
দুঃখ হতেই সৃষ্টি হয়ে
প্রচার জগৎ ভর।
সুখের পায়রা জোয়ারে আসে
ভাটায় চলে যায়
দুঃখ আগুনে পুড়েই মানুষ
খাঁটি সোনা হয়।
প্রেম প্রীতি ভালোবাসা
কেবল দুঃখ ময়
তবু প্রাণ পতঙ্গ বত্
তাহার পানে ধায়।
–~০০০XX০০০~–