মুখ ও বিমুখতা
রামতনু ব্যানার্জ্জী
অলস মস্তিষ্ক,
চিন্তাহীন,ফাঁকা।
অবাঞ্ছিত মেসেজেরা
ভিড় করে ফোনবুকে।
শূন্যবোধে মেসেজের ভিড়
ফাঁকা করি মাঝে মাঝে।
এইভাবে পূর্ণ হতে
শূন্য হয় সমস্ত ভান্ডার।
আবার পূর্ণ হয়
প্রয়োজন ব্যতিত অকারণে।
যা চেয়েছি,যাকে চাই
তার সাথে যোগাযোগ নেই ;
আমার সমস্ত সত্তা
জুড়ে থাকে অযথা সংস্রব।
মানুষের ভিড় থেকে
সংবাদের মতন নিষ্কৃতি
পাই না সহজে ;
যদিও জানিনা ঠিক
মানুষ এবং সংবাদ,
এই মূহুর্তে কে যে বেশি দামী!
বুঝে বা না বুঝে তবু
পুরাতন অভ্যাসের বশে
আমি মানুষের পক্ষে ঝুঁকে পড়ি।
–~০০০XX০০০~–