পাঁঠার স্বপ্ন
✍️ সুমান কুণ্ডু
———————–
রাজার আস্ত একটা পাঁঠা
ছিল দারুন সাদামাটা
পেল না সে রাজার সুখ
এটাই যে তার মনের দুখ।
আহ্লাদেতে চরতো মাঠে
ঘুমোতো মনিবের খাটে
মনিব ব্যাটা বেচলো হাটে —
ইচ্ছে পাঁঠার উঠলো লাটে।
কাটলো কষাই কুচিকুচি
রইলো না সে প্রাণে বাঁচি।
স্থান পেল রাজ-রসুইশালে,
রাঁধুনিদের ঝোলে-ঝালে।
পাঁঠার ভবিষ্যৎ অন্ধকার
কাঁঠালপাতা চিবুনো সার
মাংস হল দেহ নধর
হল পাঁঠা জবর খবর।
পড়ল ডিশে গরম খাবার
পাঁঠার স্বপ্ন হল চুরমার
রাজা-রানি করলো সাবাড়
তুললো শেষে তৃপ্তির উদগার।।
–~০০০XX০০০~–