ছেরা চিঠি
আগন্তুক
ভালো বাসি সর্বদায় তোমায় শুধুই তোমায়……..
দুচোখ আজ ও পিপাসিত,শত ভিড়েও তোমাকেই
খুজে বেড়ায় । ভরা জলসায় নিঝুম রাতে
তোমাকেই মনে পরে । তপ্ত রৌদ্র, ভরা বর্ষণ , মেঘলা
আকাশ , পুজোয় নূতন পোশাক , সুখ দুঃখে বা সিনেমার
কোন হিরোয়িন কে দেখে তোমাকেই মনে করি ।
কতদিন…কতবার…তোমাকে মনে ভেবে , তোমার মত
পোশাকি মেয়ের পিছনে হেঁটেছি । অবশেষে নিরাশ
হয়েই ফিরেছি ।
সারাক্ষণ তোমায় দেখার পথ চেয়েই আমার দুনয়ন
ভেসে বেড়াত , তোমার প্রতি । কখন তুমি তোমার
মায়াবী চোখ নিয়ে আমাকে দেখবে , আর আমি
তোমাকে ।
বিশ্বাস করো , তোমার সৌন্দর্য্যের গরিমায় আমি
কখনোই তোমায় ভালোবাসিনি ।
তোমার মুখের মিষ্টি হাসিতে , আমি স্বপ্নপুরী ঘুরে এসেছি ,
মহানন্দে । আবার কখনো কখনো তোমার চোখের কোনে
জমে থাকা মেঘ আমাকে একটা মুহূর্ত স্বস্তিতে থাকতে দেয়নি ,
যন্ত্রণায় ভেঙে চুরমার হয়ে যেত মন । মনে হতো সমস্ত বিপত্তি
পেরিয়ে তোমাকে জড়িয়ে ধরি । তোমার সব ব্যাথা আপন করে নিই ।
হয়তো তুমি বুঝতে আমার মনের ভাষা । তাই ইশারাতে আমাকে
চলে যেতে বলতে । আমিও সরে আসতাম । পাছে আমার কারণে
তোমার মা বাবার কাছে বকুনি,পিটুনি খেতে না হয় ।
মনে পরে,
প্রায় প্রতিদিনই তোমার স্কুলে যাবার সময় , আবার ফেরার
পথে ,
আমি তোমার পিছন পিছন হাটতাম , তোমার মায়ের চোখে ফাঁকি
দিয়ে । কারন তোমার পরিবার আমাদের সম্পর্কটা জানতো ।তাই
তোমাকে একা ছাড়তনা । মনে জমানো কত না বলা কথাই মনে
গোপন থেকে যেত।শত কষ্ট বুকে নিয়ে ।
মনে পরে তুমি মাঝে মাঝেই বেড়াতে যেতে তোমার মামাবাড়িতে ।
দশ পনের দিন কাটিয়ে আসতে সেখানে ।
যে ছেলেটা একটা মুহূর্ত তোমাকে নাদেখে থাকতে পারতনা।
তার কি বিসন্যতায় ওই দিনগুলি কাটতো ।
দিনের প্রতিটাক্ষ্ন এমনকি রাতের গভীরেও এই চোখ দুখানি
চাতকের মতন , তোমার বাড়ির দিকে চেয়ে থাকতো ।এই বুঝি
তুমি এসেছ , এইবুঝি তুমি জানালা খুলেই আমাকে দেখবে ।
বন্ধু বান্ধব , পারা প্রতিবেশী এমনকি আমার পরিবারের সকলেই
বলতো ওই মেয়ের জন্য তুই কি পাগল হলি নাকি ? কি দেখে
পাগল হলি ? কি রূপ ? নাকটা ভোতা , চেহারার মাধুর্য্য নেই,
গায়ের রং চাপা । এর চেয়ে অনেক ভালো পাবি তুই ।
মনে মনে ভীষণ ভিষণ রাগ করতাম , নীরবে চুপ করে সয়ে ,
নীচের দিকে তাকিয়ে থাকতাম ।
আবার কেউ কেউ বলতো , মেয়েটি খুব সুন্দর,বেশ ভালো,
শান্ত মিষ্টি স্বভাবি ।
মাতোয়ারা হয়ে হারিয়ে যেতাম তোমাতে ! ছুটে যেতাম তোমার
বাড়ির সামনে ।
প্রতিদিনের মত শূন্যতা নিয়েই ফিরতাম !!
বিশ্বাস কর , আমি আজ ও তোমার মুখখানি মনে করতে
পারিনি । তোমার সৌন্দর্যের গড়িমা দেখেনি । শুধু পূর্ণতায়
তোমাকেই দেখেছি । তোমার দোষ গুণের বিচার করিনি ।
তোমার সব কিছুকেই আমি ভালো বেসেছি । তোমার ভালো
লাগাটাও আমার ভালো লাগা ছিল ।
তাই সহস্র ভিড়েও তোমাকে খুঁজতে আমার চোখ না পারুক ,
আমার অনুভূতি আর হৃদস্পন্দনের বেড়ে যাওয়া গতি
কখনোই ভুল করেনি ।
মনে পরে , সবার চোখকে ফাঁকি দিয়ে তোমার কাছে ছুটে ছুটে
গিয়ে বলতাম..তোমায় ছাড়া কিছু ভালো লাগেনা । তোমাকে আমি
ভীষণ …ভালোবাসি । আর জিজ্ঞাসা করতাম , তুমি কি আমায়
ভালোবাসো ?
আমার হাত দুখানি চেপে ধরে , মৃদু হেসে ,তুমি বলতে হ্যা ভালো বাসি ,
ভালবাসি তোমায় । তুমিই তো আমার সব। আমার সব স্বপ্ন।
সমস্ত ক্লান্তি ভুলে , আনন্দে আত্তহারা হয়ে , তোমাকে সঙ্গে নিয়ে
শত স্বপের মহাসমুদ্র পাড়ি দিতাম ।।
তবে কেন , আমার থেকে সরে যেতে চাইলে , দূরে অনেক দূরে…..
তুমিতো জানতে তোমার চাওয়া পাওয়াই আমার কাছে সব !
তুমি যা চাইলে , তাই করলাম …
তুমি দূরত্ব চাইলে…..
আর আমি ,
দূর থেকে তোমাকে চাইলাম !!
অবশেষে তুমি অন্যের হাত ধরে চলে গেলে !!
শত স্বপ্ন দুচোখে ভরিয়ে ।
তুমি কেনো চলে গেলে ????
আমিতো কখনোই তোমার সাজানো বৈভব ,
কেড়ে নিতে চাইনি ।
শুধু চেয়ে ছিলাম তোমার সুখ দুঃখের
চিরসাথী হয়ে , আমার সমস্ত চাওয়া পাওয়ার
মৃদু অনুভব টুকু দিতে ।
ভালোবাসতে, ভালরাখতে তোমার স্বপ্নে
পা মিলিয়ে হাঁটতে ………………
আজ আমি বার্ধক্কের শেষ ঠিকানায়
তুমি চলে যাবার পরে ,
ভেবে ছিলাম মরেই যাই । পাছে তোমায়
সবাই নিন্দুকের চোখে দেখে তাই পারিনি ।
মৃতপ্রায় দেহ নিয়েই , কোনো রকমে বেচেঁ
ছিলাম ।
সেই সময় জীবন অক্ষত রাখতে ,
প্রেমের পূর্ণতা দিতে একজন এসেছিল ।
যে আমাকে আমার মত করে ,
নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছে । সুখ দুঃখের
চিরসাথী হয়ে আমার সেবা করে চলেছে ।
ক্ষাদ বিহীন প্রেমে , নিজ বক্ষে জড়িয়ে ধরে ।
আজ আমি দুই সন্তানের পিতা ।
সমস্ত হারানোর বেদনা ভুলে গিয়ে ,
বেশ ভালো আছি,সুখে আছি :::!
মাঝে মাঝে তোমার খবর নিয়েছি ।
শুনেছি , তুমি সুখে আছো ,
বেশ ভালো আছ ।।।
তবুও , স্বচক্ষে দেখার নিদারুণ ইচ্ছায়,
তোমার বাড়ির আশেপাশে যাই ,
দেখা হয়ে ওঠেনা কখনোই , আবারও যাবো ।
যদি কখনো , তোমার সাথে দেখা হয় !
যদি তোমাকে বলি , কেমন আছো ?
ভালো নেই , একথা কখনো বোলোনা ।
মিথ্যে করে হলেও বোলো ,
তুমি ভালো আছো ,
সবে মিলে সুখে আছো ।
কারণ , তুমি ভালো নেই শুনলে ,
আমার বাকিটা জীবন………..
যন্ত্রনা সয়ে , বইতে পারবনা ।।
তোমার ভালো থাকাটাই আমার ,
চাওয়া পাওয়া ।
আমার ভালোবাসার সার্থকতা
ভালো থেকো তুমি,
চির সুখী রয়ে…………………
………………….
💗💔🌹💗💔
বি: দ্র – প্রেম শুধু চাওয়া পাওয়া নয়,
লেনদেনের কোনো হিসাব নয়,
প্রেম নিঃস্বার্থ ভালোবাসার নাম,
প্রেমী বা প্রেমিকার সুখের জন্য,
নিজেকে উৎসর্গ করেই সুখী হওয়া ।
এখানেই প্রেমের স্বার্থকতা………
বন্ধুত্বের সম্পরকের ক্ষেত্রেও একই রূপ ।।
💗ভাবনায় আগন্তুক💔
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,