// মন পাড়ি //
✍ : অনিমেষ চ্যাটার্জি
চিন্তা আসে চিন্তা যায়
ছাপ ফেলে মন পাতায়
কলমখানা লিখতে চায়
ভাষার খোঁজ না পায়।
লিখতে চেয়ে এক পৃথিবী
হাজার কথা মনে ভাবি
আমি যে ভাই মুখ্যু কবি
আঁকতে চাই মনের ছবি।
রোদ ঝিলমিল আকাশ দেখে
গাছের পাখি উঠছে ডেকে
পাতায় রোদের ঝিলিক লেগে
আনন্দে প্রাণ উঠছে জেগে।
আকাশ যেন চাঁদোয়া নীল
মেলছে ডানা শঙ্খ চিল
অলস বেলা স্মৃতির মিছিল
হাসছে আজ বিশ্ব নিখিল।
কোন সুদূরে দেয় পাড়ি
মন পাগলে ঘর ছাড়ি
মেঘের পাখায় ভর করি
আজকে যায় শূন্যে উড়ি।
যাক পাগলে যাক যেথায়
হারাক না সে রূপকথায়
কষে পক্ষীরাজের লাগামটায়
তেপান্তরের পারে ধায়।।
–~০০০XX০০০~–