বিশ্ব উষ্ণায়নের প্রভাব
মৃনাল কান্তি বাগচী
সকাল হতে ঝরছে আকাশ হতে ইলশেগুঁড়ি বৃষ্টি,
আষাঢ় মাসে বাজারেতে নেই ইলিশ মাছ,একি অনাসৃষ্টি।
ইলিশ মাছের সাথে আছে ইলশেগুঁড়ি বৃষ্টির নিবিড় সম্পর্ক,
এটাই দীর্ঘকালের প্রচলিত ধারণা, এই নিয়ে নেই বিতর্ক।
কালে কালে প্রচলিত ধারণা, হয়ে যাচ্ছে ভ্রান্ত,
বিশ্ব উষ্ণায়নে আমরা আজি বড়ই ক্লান্ত।
প্রচলিত ধ্যান ধারণা সবই আজি বস্তাবন্দি,
সবই ওলট-পালট হয়ে যাচ্ছে, যতই আমরা আঁটি ফন্দী।
প্রকৃতি আজ বড়ই রুষ্ট, নিচ্ছে প্রতিশোধ,
তাতেও আমরা উদাসীন, ফিরছেনা মোদের বোধ।
একে একে বিশ্ব উষ্ণায়নে হারাচ্ছি মোদের সব প্রাচীণ ঐতিহ্য,
সময় মত উষ্ণায়ন রোধ না করলে, অনেক কিছু করতে হবে ত্যাজ্য।
সকল জারিজুরি মোদের হয়ে যাবে শেষ,
হাহুতাশ করা ছাড়া থাকবেনা, প্রাচীণ ঐতিহ্যের অবশেষ।।।
———-++++++++ ———