নারী
আগন্তুক
তুমি এসেছ জীবনে মম
শত শত রূপে
শতরুপা হয়ে ।
বিশ্বরূপ দেখিয়েছ মোরে
নিজ গর্ভে ধারন করে ।
মাতৃত্বের রস অমৃত সুধা
দিয়াছ মোরে মিটাইতে ক্ষুদা ।
শত লাঞ্ছনা যন্ত্রনা সয়ে
নিশ্চয় মৃত্যুকে চোখ রাঙায়ে
বাঁচায়ে রেখেছো মোরে,
নিজবক্ষ ক্ররে ,জড়িয়ে ধরে ।
প্রকৃত মানুষ বানাবার তরে,,
বকেছ,মেরেছ কত বারে ,
মায়াবিনী দুচোখে অশ্রুভরে ।।
রয়ে বার্ধক্যের শেষ ঠিকানায়
ভেবে মরো আমার বেদনায়,
আমি ছোট বুঝিনা কিছুই
জীবনের পথ দেখিনি কিছুই,
নিয়ে নাতি নাতনি কোলে
বলেছ কত কিই নই ,
মাতৃত্ব প্রেমের গোপন ছলে ।।
বেশী কম নিয়ে লোরেছ,
কত মারা মারি
শত আরা আরি,
আবার ভাব,
রাখো নাই অভাব ।
ভেঙেছো ঘট ,নিজ জমাপুঞ্জি,
দিয়েছ কিনে , রং – পেন্সিল
আমার পছন্দের সুন্দর গেঞ্জি।
মায়ের কাছে নিন্দুক করে,
থেকেছ মায়ের বুক জুড়ে।
পাছে,আমি বেদনায় দূরে
বলেছ করুন সুরে
মাগো,ভাইকেও নাও ক্রোরে।
ম্লানচোখে,মায়া ঝড়া হাসিতে
আমাদের রেখেছে মা ,
বুকে নিয়ে জড়িয়ে ধরে ।।।
যৌবনের প্রথম অধ্যায়,,
শত ভিড়ে দেখেছি তোমায়।
কত স্বপ্ন মনের আঙিনায় ,
ভালো লেগেছে তোমায় ।
প্রথম প্রভাত ব্রাশ হাতে,
তোমায় দেখতাম দাঁত মাজতে
আঁকিবুকি চোখে কি যেনো বলতে?
দেরি করেছি সেটা বুঝতে !
খেলার ছলে খেলার মাঠে ,
কত দিন- রাত কাটিয়েছি
তোমায় দেখতে নিজেকে দেখাতে ।
দর্পণে দেখেছি নিজেকে,
কতবার ….শত সাজে,
তোমাকে পাশে রেখে ।
সমাজ – পরিবারের রুচি ভিন্নতায়,
তোমাকে হারানোর পেয়েছি ভয় ।
বুক ফাটা কষ্ট ,মনের যন্ত্রণায়
বুঝেছ ,হয়তো ভালোবাসা
এরেই কয় ।
নির্দ্বিধায় বলেছি,,,
ভালোবাসি,শুধুই তোমায় ।
দায়বধ্যতার হাতছানির ভয়,
তোমায় হারিয়ে কেঁদেছি,
একাকিত্ব হয়ে নিজ বর্থতায় ।
আবার কখনো,
ভাবনাকে দিয়ে আরি…
তোমার হাত ধরে,
দিয়েছি মহা সমুদ্র পাড়ি ।।
সেইসব স্মৃতি করে অক্ষয়,
তুমি রয়েছ নীরবে গোপনে,
পূর্ণ করে হৃদয় ।।।।।।
তুমি এসেছ বারে বারে……..
মম শূণ্যতায় মিলিয়ে যেতে
প্রেমশিখা জ্বালায়ে রেখেছ
বক্ষে ,
আধার উন্মোচনে মম কক্ষে।
প্রিয়সী,সখি ,অর্ধাঙ্গিনী হয়ে,
মিতাইছ মম আশ..কাম ,
পৃত্তিতের স্নেহরসে করিয়ে স্নান ।
রেখেছ মম অস্তিত্বের মূল্যায়ন
দিয়েছ প্রমাণ সহস্র জনায়ে ,
সতীর্থ রক্ষার অস্তিত্বের দায়ে।
শতস্বপ্ন দেখেছ আমারে লয়ে।
ভাবনার দার খুলে,
রেখেছ সযতনে হৃদয়ে তুলে ।
শত দুঃখে কষ্টে, হতাশায় ,
রেখেছ বাহুডোরের বাটোচ্ছায়
হয়ে জীবন জীবনের সঙ্গী
প্রয়াস পূর্ণতায় হয়েছে অর্ধাঙ্গিনী ।।।।।।
ভারাইয়া মন,উঠে কোলে ,
ডেকেছ পিতা বলে ,
বেধেছ বাঁধনে মায়ার কবলে।
তব কোমল মিষ্টি পরশে,
পৃত্বীত্তের স্নেহ – রসে,
বেচেঁ রয়েছি হরষে ।।।
তোমার তুমিতে যে,
মিশে আছি আমি ।
বুঝিয়েছ বারে বারে।।
আমি শুন্য, লীন…..
তুমি বিহীন………….
তুমি দিয়েই চলেছ অবিরত,
মম পূর্ণতায় অন্তহীন………
হে নারী ,
রেখো বক্ষ মাঝে ।
তব হীয়ায় ,
অঙ্গ প্রত্যঙ্গ শিরায় শিরায় ।।
–~০০০XX০০০~–