সমর্পন
মৃনাল কান্তি বাগচী
নির্জনে তোমায় খুঁজি
আমি বার বার,
তবুও তোমার দেখা
পাইনা একবার,
তুুমি প্রভু,তুুমি পরমেশ্বর,
তুমি ঘোচায় মম জীবনে
যত আছে অন্ধকার।
অশান্ত হৃদয়ে
শান্তি খুঁজিবার তরে
তোমায় সমর্পন করেছি
মম হৃদয় বার বার।
যদি কিছু
করে থাকি অপরাধ
ক্ষমা করিও নিজগুণে,
তুমি অসীম,তুুমি অনন্ত,
তোমায় সমর্পিয়ে,
ধন্য আমি মনে প্রাণে।
যা তুুমি দিয়েছো
আমায় কৃপা করে,
তা নিয়েছি
আমি ভক্তি ভরে।
তুমি শক্তি, তুুমি মুক্তি,
তুমি মোর ত্রাতা,
তোমার চরণ যুগলে
সদা প্রণত মম মাথা।
বহু রূপে তোমায় হেরিয়া
করি প্রার্থনা,তব পদ যুগলে,
আরতো মোর কিছু নাই,
যা দিতে পারি তোমায়
নিজের আছে কিছু বলে।।।
——— ++++++ ———