মনকেমনিয়া
মৌসুমী ঘোষাল চৌধুরী
তোমার মনে প্রেম আছে? কবি !
প্রেম বলতে বুঝো
হাতের রেখা
সেই রেখায় লেখা ছিল
্আমার ও আত্মাভিমান।
তোমার চৌকাঠ, বাধা।
চেয়েছ চোখ দুটোয় থাক অলংকার
আর ঠোটে পরুক অনেক আঙুর দানা।
চুরি করেছ তাল শ্বাস
আর যে নারী তাল কুড়িয়েছে
তাকে নাকি স্বপ্ন দেখিয়েছ
মহব্বত রফি
“যৈসে বাহার আনে পর
ফুল না খিল না। ”
অন্য মনে তুলে রেখেছি চাদ আর সূর্য
লাখ লাখ পাখি,
তবু উড়ে যায় আকাশে।
তুমি ফোপাও জন্মান্তরে,
আমি গাই কেবল ” জিন্দেগী এক সফর “।
চলন্ত আকাশ ভেবেই লিখেছিলাম
বদলে যায় তোমার মন, নতুন তুলোয়।
নাকি হত্যার পরে মনে হ্য়
আম কুড়ানো বাকি পুরোনো গলিতে
যেখানে কস্তুরী মৃগ, ছিল বহু অপ্সরার
অথচ রাত্রি ফুরালেই নাম টা ভুলে যাও;
নমনীয় আরো কিছু নারী চুম্বকত্ব
ফিরিয়ে দিলে।
–~০০০XX০০০~–