বৃষ্টি আজ দিলাম তোমায় ছুটি
★*************************★
সুমান কুন্ডু
বাইরে…………
অঝোর ধারায় আষাঢ়ের বর্ষণ
আকাশ নিকষ ভ্রমর কালো
দূরে ভেসে আসছে
রবীন্দ্রসংগীত, “তুমি রবে নীরবে”
বিছানায় শুয়ে একা প্রেমিক
আধো তন্দ্রা – আধো জাগরণে,
কখনও ভাসছে ফেলে আসা জীবন
কখনও প্রথম প্রেমের জলচ্ছবি।
ঘর অন্ধকার
সিলিং ফ্যানটা ধীরে ঘুরছে
সেদিকে দৃকপাত করতেই
মনে পড়ছে দুজনের একই ছাতায়
বৃষ্টি ভেজার সেই রোমহষর্ক স্মৃতি,
ওর থ্রিফোল্ডের ছাতাটা বড়ই নিরাশ্রয়
দুজনকে ধরে রাখতে
একই সূত্রে একই বাহু বন্ধনে।
হঠাৎ করে একটা বিদ্যুত ঝিলিক
আকাশ ফুঁড়ে বেরিয়ে গেল
সাথে বাজ পড়ার কর্কশ শব্দ
সম্বিৎ ফিরলো গৃহিণীর ডাকে
কি গো? চা খাবে না!
–~০০০XX০০০~–