// বর্ষা //
অনিমেষ চ্যাটার্জি
সকাল থেকে আকাশের মুখ গোমড়া,
ঘর ছেড়ে কেউ বেরিও নাকো তোমরা।
দেখ বর্ষণ চলছে অঝোর ধারায়,
উৎসব বুঝি মেঘ বালিকার পাড়ায়।
ভিজে চুপচুপ গাছেরা আরও সবুজ,
আকাশ যেন গো বড্ড বেশী অবুঝ।
ধূসর মুখে চাইছে পৃথিবী পানে,
ধরণী মেতেছে শ্যামলিমার গানে।
এসেছে বর্ষা এসেছে প্রাণের হরষে,
ধূলো মলিনতা ঢেকেছে আপন পরশে।
আনন্দ ধ্বনি উঠেছে গো গাছে গাছে,
মেঘ বালিকারা সুর ঝংকারে নাচে।
পাতায় পাতায় বাজে ওগো রাগ রাগিণী,
বরষা রানী আজ নব অভিসারিনী।
ভেজা পথে ঘাটে আজ জল থৈ থৈ,
মেঘ বালিকারা উৎসবে মাতে হৈ হৈ।
প্রজাপতি পাখি বর্ষণে কোথা হারালো,
ময়ূর পেখম মেলে বুঝি আজ দাঁড়ালো।
পথচারি দল ছাতা মেলে পথ চলছে,
ছোট শিশুদের কাগজ নৌকো দুলছে।
গাড়ি ঘোড়া যায় জল ভরা পথে থমকে,
গুরু গুরু বাজ থেকে থেকে ওঠে চমকে।
কফিতে চুমুক খোলা জানলায় অদ্য,
পাগল মন আঁকছে বর্ষা পদ্য।
–~০০০XX০০০~–