“পিয়া তোরা ক্যায়সা অভিমান—-‐”
জবা ভট্টাচার্য
শ্যাওলা ভেজা যমুনার ঘাটে
কতো গল্প ভেসে আসে—
নীল জলে আমি রাই
একা বসে চোরাস্রোতে
অঙ্গ ভেজাই— আর
ছেড়ে যাওয়া বাঁশিখানি
মধু ভরে বুকে রাখি— কানাই—–
মথুরা কতো দূরে সাঁই?
কেন বলে গেলে,” ফিরাবো না শূণ্য হাতে
কৃষ্ণ নামে যতবার অঞ্জলি দেবে
সে প্রেম আমার চরণ পাবে”!!
অভিমানী মন, অকুল অনন্ত কৃষ্ণসাগর তীরে
খুঁজে ফেরে, পর্যাপ্ত আলোর নিশান—-
আজও, শ্যাওলা ভেজা যমুনার ঘাটে
কতো গল্প ভেসে আসে—–
স্মৃতি যা, কবেকার চুমুর মতো ক্লান্ত
মুঠোফোনে সবুজ আলো জ্বলে আর নেভে
দরজায় খিল এঁটে ফিরে গেছে সে—–
এক ঝলক ভিজে হাওয়ায়
দেবদাসী দেখো পিপাসায় জেগে—-
–~০০০XX০০০~–