আমার আমিত্ত
বাবু বিশ্বাস
আমি ছিলাম আছি
পুনঃ বর্তমান
আমি ছিলাম ,থাকিবো
তোমাতেই ,প্রবৃত্তি চারণ ।
পুরিয়া রই ছাই হইয়িয়া
দুর্গন্ধে – সুগন্ধে রইব
বাতাসে মিলিয়া।
ধমনী, শিরায়- শিরায় বইবো
শ্বাস বায়ু হইয়া।
জলেতে যাই তলাইয়া,
বা মাটির গহ্বরে হই আস্তরণ।
পরজীবী করিবে বাহন,
করিয়া আহরণ ।
তাহারাও হইবেক পরভোজন।
বৃক্ষ আমায় করিয়া গ্রহণ,
ফুলে ফলে করিবে বিস্তরণ।
আমি আমাতে নাহিবা রহিলাম,
তোমাতেই রহিব সর্বক্ষণ ।।
–~০০০XX০০০~–