☆★☆”গর্হিত গলির গণিকা”☆★☆
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
✍️শিব প্রসাদ হালদার
গলির মুখে দাঁড়িয়ে থাকা মেয়েটির
ইপ্সিত ইশারার ডাক,
পায়নি সাড়া সেই পথিকের-যায়নি কাছে।
যেতে আসতে দেখেছে বারবার-
পথেই জেগেছে প্রশ্ন মনে,
কোথা থেকে আসে-কেন আসে-এরা তবে কারা?
অভিশপ্ত অদৃষ্টের গভীর অনুশোচনায়
অন্তরে এসেছে যখন প্রকৃত ভালবাসার অনুপ্রেরণা,
তখন পৌছেছে কাছে;
পবিত্র প্রেম করেছে আরও আপন।
প্রগতির পথ ধরে বিপথ থেকে এনেছে পথে,
পড়েছে পবিত্র বন্ধনে বাঁধা;
কলঙ্কের কালিমা মুছে করেছে তাকে মুক্ত।
যাদের অবিচারে, পরাশ্রয়ে জুটেছে আবদ্ধ আশ্রয়-
যন্ত্রণার জ্বালায় পুড়িয়ে করেছে পাপী,
যে পাপিষ্ঠেরা পেয়েছে পাশবিক পরিতৃপ্তি;
তাদের ধিক্কার জানিয়ে পরিয়ে দিয়েছে
সিঁথিতে সিঁদুর!
তবুও, সংকীর্ণতার শাসানিতে মেলেনি
সামাজিক সকল স্বীকৃতি!
প্রচ্ছন্ন প্রত্যাশা- পলে পলে পদাহত-
প্রতিবন্ধকতায় আজও পরিচয়
প্রণয়ী তার পতিতা!
–~০০০XX০০০~–