এলোমেলো
– রুম্পা দে
আমি উত্তর খুঁজি জানলার কাঁচে মুখ চেপে,
বিভ্রমের স্মৃতিরা, সবএলোমেলো খুশী মাপে ।
ঝোড়ো হাওয়া, উড়ো চিঠি,ভুলে যাওয়া সুখ
দিন-রাত এক করা ব্যস্ততায় নাগরিক মুখ ।
ঝুরঝুরে বৃষ্টি -মনখারাপিয়া মেঘ- নড়বড়ে ব্যাথা
নোনা ধরা দেওয়ালেতে ছায়াদের খাপছাড়া কথা ।
পাগলের কনসার্টে কেন যেন ওস্তাদি রেওয়াজের রেশ!
তরল আগুন জুড়ে পিছটান মিথ্যা আবেশ ।
উত্তর মেলেনি তো! হেঁটে গেছি অনেক টা পথ ।
মুছে গেছে স্বপ্নেরা ধীর পায়ে এ জীবন যাবৎ।
মিটেছে জীবন চেনার শিশু অভিলাষ ,
রাজপথে হাঁটি আমি; হাঁটি একা জীবন্ত লাশ ।
–~০০০XX০০০~–