অদৃশ্য ঝড়
মৃনাল কান্তি বাগচী
আজও ডুবে আছি তোমার ভালোবাসার নীল দরিয়ায়,
যদিও তুমি বিলীন হয়ে গেছো আকাশ নীলিমায়।
বারে বারে তোমায় খুঁজি আমি মনের জানালায়,
মোর একাকীত্বের সময় কাটে এখন তোমার ভালোবাসার হৃদয় যমুনায়।
তোমার আমার সুখ দুঃখের অতীত স্মৃতি এসে আমায় ভাবায়,
মোর মনের আকাশে কখনো কখনো ঝড় বয়ে যায়।
প্রাকৃতিক ঝড়ে ভাঙে ঘর বাড়ি, গাছ পালা আরও অনেক কিছু,
হৃদয় আকাশের ঝড়, বয়ে চলে নিরন্তর, তা থামেনা কভু।
প্রাকৃতিক ঝড়ের ক্ষয় ক্ষতির নিরসন যদিও করা যায়,
হৃদয় ঝড়ের ক্ষতি, অপূরনীয়, আজীবন ধরে তা রয়।
তবুও সেই অদৃশ্য ঝড়কে হৃদয়ে নিয়ে জীবন চালাতে হয়,
এটাই জীবনের বাস্তবতা,এর অন্যথা করিবার নাহি উপায়।।।
———— +++++++ ————