লোনা জলের কাব্য
ডঃ মদন চন্দ্র করণ
লবন হ্রদ হতে কাঁচা জঙ্গল
পদ্মরাজ বেছে নিলো শেষ সম্বল
শাড়ি চুড়ি টিপ কাজলে রাজকুমারী
অম্বুনিধি জলধি বঙ্গপোসাগর…
আজ লোনা জলের কাব্য কথা শুধাই
সুকদেব হয়ে শ্রবন কর নীল জলের জ্বালা
ঢেউয়ের হাহাকার বালুকার বেদনা কান্না
সাগরের উতল হাওয়া লেপ্টে চেপ্টে প্রেম
অগুনতি অবিরল উর্মি আছাড়ি পাঁচরি প্রিয়া
বাতাসের গরম চোখে দেখো বুনো স্পন্দন
ফলগুস্রোতে র মতো থাকা অব্যক্ত কান্না…
সুন্দ উপসুন্দ যেন দানব ইংরেজ, জমি লোভী
ব্ল্যাক নেটিভ,বেনিয়াবেশ্যা ইংরেজ সরকার…
সাগরের একরাশি প্রেম একরাশি হাহা কার
জল জঙ্গল বন্য বনোজ সম্পদ লুট হলো সব
ইঞ্জিনের ক্যা চকঞ্চ ঘরঘর কর্কর হুঙ্কার আর
ধুধুল কেওড়া সুন্দরী কাষ্টের আবাসন শপিং মল
বিল্ডিং প্রাসাদ,উদ্যান,হোটেল,মোটেল,বারাঙ্গনা..
ইট ভাটা,টালি খোলা কল কারখানা বিষাক্ত ধোঁয়া
বিপন্ন উপকুল হাঙ্গর কুমির বাঘ হরিণ মাছ মৌ..
মনসার ঝাপান বনবিবি দুঃখে পালা রামযাত্রা…
সব শেষ ব্যান্ড বোতল হুইস্কি ওয়াইন বানিয়া দাপট
শিব রাত্রির প্রদীপের সলতের মতো টিকে বাদাবন
মা ধরিত্রী তাঁর সাগর বালিকার কান্না শুনে ডাকেন
পবন দেব কে… ক্ষোভ দুঃখ অভিমানে প্রকৃতি চায়
প্রতিরোধ আর প্রতিশোধ.. নিরন্তর উর্মিমালার কান্না
আইলা লায়লা ফেনী বুলবুল উম্পুন হেরিকেন টর্নেডো
সাইক্লোন সুপার সাইক্লোন দিয়ে অম্বুনিধি নীল সাওর
ফিরে পেতে চায় তাঁর সেই হারানো জমি.. পদ্মরাজ নেই
গঙ্গারিড়ি সভ্যতা নেই..রায় মঙ্গল নেই শাহ জঙ্গলি নেই
জল জঙ্গলের হোতা বিধাতা গুন্ডা রাজ চোরাশিকার..
প্রকৃতি আর মানুষের মহা কুরুক্ষেত্র রণ তুফানি হাওয়া
আছাড়ি পাঁচারী প্রেম.. লাইলী মজনু ভালোবাসা দ্বন্দ..
বৈশখি খোলসে মধু জৈষ্টে বুনো তাল খেজুর আম জাম
পার্শে ভাঙর ভেটকি ট্যাংরা বাগদা ঝোল কালিয়া চ্যেখে
আঠার ভাটির দেশ.. অরণ্যক সভ্যতা বড়ো মিঞা বাঘ
মূর্খ ইংরেজ আর সাগরেদ জমিনদার নস্কর বোঝোনি..
সাত জন্ম ধরে এক সাগর প্রেম লোনজলের কান্না আর
নীল সাগরের সাথে সবুজ বনানীর অথৈ প্রেম ধ্বংস উস্কানি
হে মা বনবিবি দাও ফিরে বাদাবন লবন হ্রদ হতে ধোপানি..
–~০০০XX০০০~–